banglanewspaper

ডিজিটাল লিটারেসি ফর এভরিওয়ান স্লোগানে ঢাকার এলিফ্যান্ট রোডে অবস্থিত কম্পিউটার সিটি সেন্টারে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৮।

আগামী বুধবার শুরু হয়ে মেলা চলবে রবিবার পর্যন্ত। ৯ম বারের মতো আয়োজিত এ কম্পিউটার মেলায় প্রযুক্তিপণ্যের ওপর থাকবে নানা ছাড় ও উপহার। মেলায় তরুণ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের আগমণে মুখরিত থাকবে বলে আশা করা হচ্ছে।

ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৮ উপলক্ষে শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি ও ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৮ এর আহ্বায়ক তৌফিক এহেসান।

তৌফিক এহেসান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের মানুষ এখন আমরা। ডিজিটাল যন্ত্র এখন আমাদের হাতের নাগালেই। আমরা এবার ডিজিটাল বাংলাদেশের জন্য প্রয়োজনীয় ডিজিটাল লিটারেসিকে থিম করেছি। আমাদের এবারের মেলার স্লোগান হচ্ছে- ‘ডিজিটাল লিটারেসি ফর এভরিওয়ান’। প্রতিবারের মতো এবারের মেলাতেও থাকছে নতুন নতুন প্রযুক্তিপণ্যর সমাহার। মানুষের কাছে সহজে ডিভাইস তুলে দেওয়ার পাশাপাশি নানা ছাড় ও উপহার রাখা হয় মেলায়। প্রতিবারের চেয়ে এবার আরও বড় পরিসরে ও জাঁকজমকভাবে মেলা আয়োজন করা হচ্ছে। দেশের সব শ্রেণির মানুষের মাঝে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিয়ে, বহুল প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নিয়মিত এ মেলার আয়োজন করা হয়। একসঙ্গে এত প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে যা সবার জন্য সহজে পণ্য দেখার জন্য কেনার সুবিধা থাকে।’

বুধবার সকাল ১১ টায় মেলার উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা কমান্ডার, সাবেক সংসদ সদস্য ও বৃহত্তর এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা মোস্তাফা মহসীন মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ১০ আসনের সাংসদ ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস, শিক্ষাবিদ ও ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক এর উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী, এফবিসিসিআই এর সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহে আলম মুরাদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক, বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জসীম উদ্দিন আহমেদসহ বিশিষ্টজনেরা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মেলার আয়োজক কমিটির সদস্যবৃন্দ, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির কর্মকর্তারা।

ট্যাগ: banglanewspaper আগামীকাল ডিজিটাল আইসিটি ফেয়ার