banglanewspaper

দেহের ওজন মাত্র ২৭ কেজি। শীর্ণকায় শরীর। সেই শরীরেই বাসা বেঁধেছিল ৭ কেজির টিউমার। জটিল অস্ত্রোপচার করে বের করা হল সেই টিউমার। ঘটনাটি জলপাইগুড়ির।

ময়নাগুড়ি শিঙিমারির বাসিন্দা মনিবালা পাল বিগত কয়েক মাস ধরেই পেটে ব্যথায় ভুগছেন। চিকিত্সককে দেখানোর পর তিনি বেশকিছু পরীক্ষা করতে বলেন। পরীক্ষার রিপোর্টে দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় চিকিতসকের। রিপোর্টে দেখা যায়, তলপেট থেকে বুক অবধি ছড়িয়ে রয়েছে মস্ত টিউমার।

অস্ত্রোপচারের জন্য এরপরই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে। অস্ত্রোপচারের জন্য গঠন করা হয় ৬ সদস্যের একটি টিম। প্রায় ৩ ঘন্টা ধরে চলে অস্ত্রপচার। টিউমারটি এতই বিশালাকার যে, একসময় অস্ত্রোপচার থামিয়ে প্রায় লিটার খানেক ফ্লুইডও বের করে নিতে হয়। তারপর আবার শুরু হয় অপারেশন।

শেষে পেট থেকে বেরিয়ে আসে ৭ কেজির মস্ত টিউমার। চিকিত্সকরা জানিয়েছেন, এই মুহূর্তে মণিবালা দেবীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। সুস্থ হওয়ার পথে মণিবালা দেবী।

ট্যাগ: banglanewspaper টিউমার