banglanewspaper

এ. এইচ. এস. প্রীতম, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ফার্মেসী বিভাগের ৩য় বর্ষের ছাত্র তন্ময় দেব অঙ্কুশ, এবার প্রাণ লেয়ার কর্তৃক আয়োজিত গানের প্রতিযোগিতা "প্রাণ লেয়ার দ্যা মায়েষ্ট্রি" এর অডিশন ও প্রথম রাউন্ডে লক্ষ লক্ষ প্রতিযোগী কে পেছনে ফেলে এখন অবস্থান সেরা চল্লিশ এ।

সামনে সেরা ১২তে ওঠার হাতছাঁনি, কথা হচ্ছিলো ছোট্টবেলা হতে গান কে ভালোবেসে বেড়ে ওঠা চট্টগ্রামের ছেলে তন্ময় এর সাথে।

তন্ময় বলেন, "গান গেয়ে ই আমার বেশির ভাগ সময় কাটে, গানের মাঝেই আমি নিজেকে খুঁজে পাই। সুযোগ পেলে অনেক আশা আমার এ দেশকে নিয়ে।"

তিনি আরো বলেন, " আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব গানটি বেশি বেশি দেখুন ও প্রাণ লেয়ার এর অফিশিয়াল ফেসবুক পোস্ট এ আমার ছবি দেয়া পোস্টটিতে লাইক করে ও বেশি বেশি শেয়ার করে আমাকে জয়যুক্ত করুন। "

উল্লেখ্য, তন্ময় বিশ্ববিদ্যালয় এর ফার্মেসী বিভাগে আয়োজিত সকল সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়মিত একজন শিল্পী এবং তার গাওয়া গানে যাদু আছে বলে তার সহপাঠীদেরর অভিমত। 

তন্ময় সবার দোয়া প্রার্থী। 

ট্যাগ: banglanewspaper নোবিপ্রবি