banglanewspaper

মোঃ সাব্বির আহমাদ আবীর, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা একটি বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনায় গতকাল (রবিবার) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা।

সুষ্ঠ বিচারের দাবিতে সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা বেলতলি পয়েন্টের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য এ হামলায় চার শিক্ষকসহ অন্তত ৩০জন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাদের অধিকাংশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সিবিএমসিতে চিকিৎসাধীন।
 

ট্যাগ: banglanewspaper জাককানইবি