banglanewspaper

এপা‌ড়ে ওপা‌ড়ে কেব‌ল
‌ভি‌টে-বা‌ড়ি আর নগর-বন্দর ভাঙ্গার শব্দ হয়;
গ্রাম পত‌নের ই‌তিহাস বাতাসে উ‌ড়ে,
পুরা‌নো ঐ‌তি‌হ্যি বিলু‌প্তের বেদনা
ঘর বাঁ‌ধে বালুচ‌রে।

এ ধারা মানুষ জন্ম থে‌কে দে‌খে আস‌ছে
‌ঢের যুগ কে‌টে দি‌য়ে‌ছে বাপ-দাদার আম‌লে
ভাঙ্গা আর গড়ার সংসা‌রে।

ধ্বংস আর বিলুপ্ত; মৃত্যু আর ভয়
দুঃ‌খের এ মহাজন‌দের কা‌ছে কেব‌লি
হঠকা‌রিতা আর প্রতারণা ম‌নে হয়।

তবু এ মা‌ঝি'রা প্রাণপাত ক‌রে
ভাঙ্গা আর গড়ার ন‌দে
জীবন তরী বায়।
-----------------//-------------

ধ‌লিরকা‌ন্দি, সা‌রিয়াকা‌ন্দি, বগুড়া।

 

 

ট্যাগ: banglanewspaper মা‌ঝি