banglanewspaper

কাজী আশিকুল ইসলাম, ছাগলনাইয়া প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৮নং রাধানগর ইউনিয়নের ৬নং (লক্ষিপুর) ওয়ার্ডে, "লক্ষীপুর ব্লাড ডোনেট ফাউন্ডেশন" নামে একটি স্বেচ্ছাসেবী  সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১ জুন) সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,  সাংবাদিক ও সর্বসাধারণের উপস্থিতিতে,  নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে  অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এ সংগঠনের যাত্রা শুরু হলো।

সভায় মোঃ গিয়াস উদ্দিন রনিকে সভাপতি, এনাম সর্দার ও মোঃ সানা উল্যাহ রুবেল'কে সহ-সভাপতি এবং একরামুল হক রানাকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

এ সময় তামিল-ই মিল্লাত দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা জসিম উদ্দিন, সমাজ সেবক আবদুল হাই মেম্বার, কাজী জাফর আহাম্মদ বাবুল ও সমাজ সেবক, ব্যবসায়ী সাংবাদিক কাজী আশিকুল ইসলাম সহ ২০জন উপদেষ্টা করে  সংগঠনটি যাত্রা শুরু করে।

ট্যাগ: banglanewspaper ছাগলনাইয়া