banglanewspaper

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে এক রানে। বাংলাদেশ হারলেও এদিন দারুণ একটি ইনিংস খেলেন মুশফিকুর রহিম। ৩৭ বল খেলে ৪৬ রান করেন তিনি। ১৯তম ওভারে পরপর পাঁচ বলে পাঁচটি চার মারেন তিনি।

এই সিরিজে অসাধারণ খেলেছেন আফগানিস্তানের লেগস্পিনার রশীদ খান। তিন ম্যাচে ৪৯ রান দিয়ে আটটি উইকেট শিকার করেন তিনি। প্রথম দুই ম্যাচে তিনিই ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন। আর আজ পেয়েছেন ম্যান অব দ্য সিরিজ পুরস্কার।

দেরাদুনে অনুষ্ঠিত ম্যাচটিতে আজ আফগানিস্তান টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে।

ট্যাগ: Banglanewspaper ম্যাচ সেরা মুশফিক সিরিজ রশীদ