banglanewspaper

এম.পলাশ শরীফ, বাগেরহাট: বাগেরহাটে পান বরাজে ব্যবহৃত (খড়) ছনের গাদায় আগুন লেগে ৬ লক্ষাধিক টাকার ছন পুড়ে গেছে। শুক্রবার সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারের শশ্নানঘাট এলাকায় ছনের গাদায় অগ্নিকান্ড ঘটে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, সদর উপজেলার যাত্রাপুর বাজারের শস্মানঘাটস্থ ছনের গাদায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকান্ডে ছন ব্যবসায়ী হায়দার মল্লিকের একটি গাদা পুড়ে যায়। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

ছন ব্যবসায়ী হায়দার মল্লিক বলেন, কে বা কারা সকালে পরিকল্পিতভাবে ছনের গাদায় আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরআগেও একই স্থানে ৫টি গাদায় আগুন লাগার ঘটনা ঘটে।

ট্যাগ: Banglanewspaper বাগেরহাট ছনের গাদা অগ্নিকান্ড