banglanewspaper

বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুৎ শর্টসার্কিটে আগুন লেগে সার্ভার পুড়ে যাওয়ায় অফিসের সকল ইন্টারনেট কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

২০ জুন বুধবার রাত দশটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের দো-তলায় সার্ভার স্টেশন রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বরগুনা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের টিম লিডার মো. আবুল হোসেন জানান, ক্ষতিগ্রস্থ সার্ভার স্টেশন রুমের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তাছাড়া টেকনিক্যাল সাপোর্টারসকে সকালে অফিসে আসার জন্য বলা হয়েছে।

ট্যাগ: banglanewspaper বরগুনা ডিসি অফিস পুলিশ সুপার