banglanewspaper

সৈয়দা কুমকুম খায়ের

.............................................

সুন্দর তুমি, সুন্দর  আমি,

সুন্দর এই পৃথিবী।

সবই সুন্দর, এই ধরণীর,

সৌন্দর্য্য! আসলে কি?

 

মনের সুন্দর, যায় না দেখা, 

সৌন্দর্য্য শুধু বাহিরের রূপ।

তবু খুঁজো সুন্দর, সেই তাহারে,

তাইতো পাওনা মনেতে সুখ।

                  

চোখ তার ডাঙ্গর ডাঙ্গর,

চুল তার মেঘ কালো,

এই বলে খুঁজো ফিরো,

পাওনা খুজিয়া তাহারে কোথাও। 

 

তবু খুঁজো মন, সেই তাহারে,

যে ছিল মনের, অন্তরালে।

সৌন্দর্য্য তুমি, খুঁজিয়া পাওনি?

খুঁজেছো কি কখনো, মনের গভীরে?

 

পেয়েছিলে তুমি, প্রভাতে তাহারে, 

নিশি দিন খুজেঁছ যাহারে।

অশ্রুত মনে বিদায় দিল, সে তোমারে!

সে অশ্রু ও কি তুমি, পাওনি দেখিতে? খুঁজিতেছ কাহারে!

 

পাহাড় পর্বত বন জঙ্গলে, 

খোঁজ তুমি সৌন্দর্য্য রে!

জান কি তুমি, সৌন্দর্য্য কোথায়?

সে তো থাকে মনের অন্তরালে।

 

সেই সৌন্দর্য্য খুজিয়া পাইতে,

সুন্দর করো নিজের মনেরে।

ট্যাগ: Banglanewspaper সৈয়দা কুমকুম খায়ের সৌন্দর্য্য কি