banglanewspaper

জাইরো ইন্সওয়াস্টি নামে এক শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনি ঘটনা ঘটেছে লং আইসল্যান্ডে। ৭০ বছর বয়সী অভিযুক্ত এই ব্যক্তি অঙ্কের শিক্ষক বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম কেসিটিভি ৫০-এর প্রতিবেদনে জানা যায়।

জাইরো ইন্সওয়াস্টি নামের ঐ শিক্ষক তার ১৬ বছরের দুই ছাত্রীকে নগ্ন ছবি পাঠাতে বলে। আর ছবি পাঠানোর বিনিময়ে টাকা দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন ওই শিক্ষক। তাদের একজনকে শারীরিক সম্পর্ক করলে আইফোন দেওয়ার লোভও দেখান ওই শিক্ষক, এমনি অভিযোগ জানায় ওই দুই শিক্ষাথী। সেন্ট্রাল ইসলিপ হাইস্কুলের ওই শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পরই তাকে সাসপেন্ড করা হয়েছে।

পুলিশের দাবি, ওই দুই ছাত্রীর বিকিনি পরা ছবির জন্য পাঁচ ডলার দিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক। তবে শারীরিক সম্পর্কে রাজি হয়নি ছাত্রীটি। বৃহস্পতিবার অভিযোগ জানানোর পরই পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ট্যাগ: banglanewspaper আইফোন