banglanewspaper

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিয়ে হয় হালের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের। বিয়ে করার সময় হিন্দু থেকে তাকে মুসলিম হতে হয়েছিল। নাম হয় অপু ইসলাম খান। এরপর থেকে নিয়মিতই রোজা রাখছেন এবং নামাজ পড়ছেন অপু। আর এ কথা তিনি নিজেই জানিয়েছেন।

সম্প্রতি গণমাধ্যমে অপু বিশ্বাস জানান, তিনি মুসলমানই থাকবেন। এর একমাত্র কারণ তার ছেলে জয়।

তিনি বলেন, আমি স্বামীর জন্য মুসলমান হয়েছিলাম। যদিও এখন স্বামী নেই, অনেকে নিজ ধর্মে ফিরে যায়। কিন্তু আমি মুসলমানই থাকব। বারবার ধর্ম পরিবর্তন করতে পারব না। আমি ইসলাম বিশ্বাস করেই এ ধর্ম পালন করি।

তিনি আরও বলেন, ছেলে আব্রাম খান যখন বড় হবে, তখন ওর বাবার ধর্ম একটি হবে, আর মায়ের ধর্ম আরেকটি- ছেলে কনফিউশনে পড়ে যাবে। ওকে সব জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হবে। এ পরিস্থিতিতে ওকে আমি ফেলতে চাই না।

অপু বলেন, মানুষের ভালোবাসা আমার বেঁচে থাকার প্রেরণা। আমার সন্তানই এখন আমার সব। ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলাই আমার একমাত্র কাজ। আমরা মা-ছেলে ভালোই আছি। আল্লাহ আমাদের ভালো রেখেছেন।

ট্যাগ: banglanewspaper অপু বিশ্বাস