banglanewspaper

ইংল্যান্ডে বিষাক্ত নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগে এক দম্পতিকে হত্যাচেষ্টা করা হয়েছে। আর এই ঘটনায় ব্রিটেনজুড়ে নিন্দা ও বিতর্কের ঝড় উঠেছে। এর আগে, লন্ডনের সলসবুরিতে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপল হত্যাচেষ্টায় একই ধরণের বিষাক্ত গ্যাস ব্যবহার করা হয়েছিল। 

জানা গেছে,  চার্লি রাউলি এবং ডন স্টারগেস নামের এক দম্পতিকে ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টিতে গত শনিবার অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।

পুলিশ  জানিয়েছে, রাউলি-স্টারগেস দম্পতির দেহে বেশ কিছু অস্বাভাবিক লক্ষণ ধরা পড়েছে। এই দম্পতিকে হত্যাচেষ্টায় নোভিচক ব্যবহারের ব্যাপারে নিশ্চিত হয়েছে তারা। 

এদিকে, এই হত্যাচেষ্টার কারণ এবং কারা জড়িত রয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। 

প্রসঙ্গত, গত মার্চে স্ক্রিপল ও তার মেয়েকে নোভিচক প্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করে ব্রিটেন। 

সূত্র: বিবিসি

ট্যাগ: banglanewspaper দম্পতি