banglanewspaper

২৪ ঘণ্টাও পার হয়নি। বলিউডের সবচেয়ে বিতর্কিত তারকা সানি লিওনকে নিয়ে নির্মিত ওয়েব সিরিজের ট্রেলার প্রায় ৫০ লাখ মানুষ দেখে ফেলেছেন। সানি লিওনের লাইফ জার্নি নিয়ে নির্মিত এই ওয়েব সিরিজটির নাম রাখা হয়েছে 'কারেনজিৎ কাউর : দি আনটোল্ড স্টোরি অব সানি লিওন'।

২ মিনিট ২৪ সেকেন্ডের এই ট্রেলার শুরু হয়েছে সানিকে দিয়েই। যে একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয়। নাম কারেনজিৎ কাউর ভোরা। দেখা যাবে তাঁকে একটি গ্রিনরুমে, সাক্ষাৎকার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে ভারতের 'সমপরিমাণ ঘৃণা ও ভালোবাসা'-প্রাপ্ত একজন অভিনেত্রী হিসেবে।

এর পর টিনএজে তাঁর জীবনসংগ্রামের নানা চিত্র ও কিভাবে আর্থিক অনটন তাঁকে অ্যাডাল্ট স্টারে পরিণত করে- তা দেখানো হয়।

গতকাল প্রকাশিত ট্রেলারটি সোশাল মিডিয়ায় রীতিমতো ঝড় তোলে। সানির ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাধারণ দর্শক- সাবাই হামলে পড়েন ট্রেলারটি দেখার জন্য।

আগামী ১৬ জুলাই জিফাইভ এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে এই ওয়েব সিরিজটি। আর সিরিজটি পরিচালনা করছেন আদিত্য দত্ত। 
সূত্র : ডেকন ক্রনিকল

ট্যাগ: banglanewspaper ভিডিও সানি লিওন