banglanewspaper

মুক্তির দিনেই ৩৪.৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল রণবীর কাপুর অভিনিত সঞ্জয় দত্তের জীবনের ওঠাপডা় নিয়ে বানানো এই ছবি। প্রথম দিনে এবছরের মুক্তি পাওয়া আর কোনও ছবি এত সাফল্য পায়নি। এবার এক সপ্তাহের মাথাতেই ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল এই ছবি। সপ্তম দিনেও ঘরে তুলল ১৫.৫০ কোটি টাকা।

জানা গিয়েছে সাতদিনে সঞ্জু মোট ২০০.০৮ কোটি টাকার ব্যবসা করেছে। প্রথম সপ্তাহে এর চেয়ে বেশি সাফল্য আছে শুধু 'বাহুবলী ২', 'সুলতান' আর 'টাইগার জিন্দা হ্যায়' ছবির।

সাধারণত দেখা যায় বক্সঅফিস সাফল্য পাওয়া ছবিগুলি সমালোচকদের সেরকম মনে ধরে না, আবার সমালোচকদের পছন্দের ছবি থেকে মুখ ফিরিয়ে থাকেন সাধারণ দর্শক। এই ট্র্যাডিশনকেও ভেঙে দিয়েছে সঞ্জু। রণবীর কাপুরের অভিনয়ের যেরকম প্রশংসা করছেন সমালোচকরা, তেমনই একইরকম উচ্চ প্রশংসা পাচ্ছে রাজকুমারর হিরানির সঞ্জয় দত্তের কাহিনী বর্ণনার ধরণও।

ট্যাগ: banglanewspaper সঞ্জু