banglanewspaper

মনির হোসেন জীবন, নিজস্ব প্রতিনিধি: আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় উইলিয়াম মার্টি (২৪) নামের শিল্প পুলিশের এক সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

আজ সকালে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত উইলিয়াম রাজশাহী জেলার বাসিন্দা। বর্তমানে সে ঢাকা শিল্প পুলিশ-১ এ পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্বরত ছিলেন।

প্রত্যেক্ষদর্শী ও শিল্প পুলিশ সদস্য আবদুস সামাদ জানান, সকালে নরসিংহপুরে পৌছে ডিউটিতে অবস্থান নেয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হন। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে ও এ ঘটনায় শিল্প পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

ট্যাগ: banglanewspaper আশুলিয়া