banglanewspaper

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবল দলের অন্তত ছয় সদস্যকে উদ্ধার করে বাইরে আনা হয়েছে। তাদেরকে দুটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার (০৮ জুলাই)  ভোর থেকেই তাদের উদ্ধারে অভিযান শুরু হয়। গত দু সপ্তাহের বেশি সময় ধরে ১২ জন কিশোর ফুটবলার এবং তাদের কোচ সেখানে আটকে পড়েছিল।

বার্তা সংস্থা রয়টার্স থাইল্যান্ডের চিয়াং রাই অঞ্চলের এক স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্ধৃত করে জানাচ্ছে, ছয়জনকে ইতোমধ্যে গুহা থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়েছে।

এতে বলা হয়, উদ্ধারকৃতদের এখন গুহার কাছে একটি ফিল্ড হাসপাতালে নেয়া হয়েছে। তাদের সেখানে শারীরিক অবস্থা পরীক্ষা চলছে

একটি আন্তর্জাতিক উদ্ধারকারী দল এই আটকে পড়া ছেলেদের উদ্ধারে নিয়োজিত রয়েছে। এতে থাই নৌবাহিনীর সদস্য এবং বিদেশি ডুবুরিরা আছে।

২৩ জুন থাইল্যান্ডের স্থানীয় সময় বিকালে ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ থাইল্যান্ডের উত্তর অংশের প্রদেশ চিয়াং রাইয়ের ‘থাম লুয়াং নায় নন’ গুহায় প্রবেশ করেন। পরে বৃষ্টির পানিতে গুহা থেকে বের হওয়ার পথ ভেসে গেলে তারা নিরাপদ স্থানের সন্ধানে গুহার আরও ভেতরের দিকে চলে যাতে বাধ্য হয়। ৯ দিন পর তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার তৎপরতা শুরু করে থাই কর্তৃপক্ষ।

ট্যাগ: bdnewshour24 উদ্ধার