banglanewspaper

ভারতের প্রথমসারির জাদুঘরগুলোর একটি দিল্লি জাদুঘরের প্রায় ৭০ শতাংশ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।

মঙ্গলবার সকালে ছয় তলাবিশিষ্ট ওই জাদুঘরে আগুন লাগে। এ ঘটনায় পাঁচ অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছেন। জাদুঘরের অগ্নিনির্বাপন ব্যবস্থা ঠিকটাক মতো কাজ করছিল না। এতে আগুন নেভানো কঠিন হয়ে পড়ে।

 

অগ্নিনির্বাপক এক কর্মী বলেন, পুরো ভবনটিতেই আগুন ধরে যায়। ওই আগুন নেভাতে ৩৫ জন কর্মীর চার ঘণ্টারও বেশি সময় লাগে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ায় পাঁচ কর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবশ্য প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।

 

১৯৭৮ সালে পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় দিল্লি জাদুঘর।

 

পরিবেশমন্ত্রী প্রকাশ জাভেদকার বলেন, এটা সত্যিই অনেক বড় ক্ষতি। এ ক্ষতি অর্থে পরিমাপ করা যায় না। আগুনে বিরল ও পুরনো কিছু সংগ্রহ নষ্ট হয়ে গেছে। মোট ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে তা বের করার চেষ্টা করা হচ্ছে।-গার্ডিয়ান

 

 

ট্যাগ: