banglanewspaper

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে তিনটি জেলে নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে মানতা জেলে সম্প্রদায়ের শিশু (ভ্রাম্যমাণ জেলে পরিবারের শিশু) মো. আরশাদ (২) নদীতে ডুবে মারা গেছে। 

 

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাটারিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরশাদ মানতা  সম্প্রদায়ের জেলে শাহ আলমের ছেলে। শিশুটির পরিবার নদীতে ভাসমান নৌকায় বসবাস করে মাছ শিকার করতো।

 

শিশুটির বাবা শাহ আলম স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় থাকতেন। রাতে মাছ ধরার সময় তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে। তীরে পৌঁছানোর আগেই উল্টে যায় নৌকাটি। এ সময় নদীতে পড়ে যায় নারী ও শিশুসহ পরিবারের সবাই। একপর্যায়ে আশপাশে থাকা নৌকার জেলেদের সহযোগিতায় সাতজন নদী থেকে বেঁচে উঠতে পারলেও শিশু আরশাদকে মৃত উদ্ধার করা হয়।

 

 

ট্যাগ: