banglanewspaper

১৯ জন। ওদের একটাই দোষ। ওরা কেউ যৌনদাসী হতে চাননি। তাই শাস্তি পেতে হল। কি শাস্তি? ১৯ জনকেই লোহার শিকলে বাঁধা অবস্থায় জ্যান্ত পুড়িয়ে মারা হল। আর এই জঘন্য নৃশংসতার সৌজন্যে আইএসআইএস।
ইরাকের মসুল শহরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে কুর্দিস সংবাদসংস্থা এ.আর.এ-এর সূত্রে। এ.আর.এ জানাচ্ছে যে, এই মহিলাদেরকে আইসিস 'যোদ্ধা'দের যৌনদাসী হওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তাঁরা সেই প্রস্তাব খারিজ করে দেওয়ায় তাঁদের কপালে জোটে এই শাস্তি।
জানা যাচ্ছে ১৯ জন মহিলাকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার ঘটনা প্রকাশ্য দিবালোকে কয়েকশো মানুষের সামনে ঘটেছে। প্রসঙ্গত, আইসিসের কাছ থেকে এধরণের নগ্ন হিংসা এর আগেও পেয়েছে গোটা বিশ্ব। এই জঙ্গিগোষ্ঠী প্রায়শই গণহত্যা ঘটায় এবং তার বীভৎস ভিডিও প্রকাশ করে।
তবে সাম্প্রতিক এই নির্মম জীবন্ত দগ্ধ করার ঘটনাটা নৃসংশতার ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে।

ট্যাগ: