banglanewspaper

চট্রগ্রামের বোয়ালখালীতে একটি খামারে অগ্নিকাণ্ডে সাড়ে ১২ হাজার মুরগি পুড়ে গেছে।
 
গতকাল সোমবার ১৩ জুন রাত সাড়ে ৯টায় উপজেলার নাজিরাখালীতে শাহাদাত মুরগি ফার্মে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কন্ট্রোল রুমের অপারেটর বিশাল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে নাজিরাখালীতে শাহাদাতের মুরগির ফার্মে আগুন লাগে। খবর পেয়ে বোয়ালখালী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে সাড়ে ১২ হাজার মুরগি পুড়ে গেছে।
 
ঘটনাস্থল থেকে বোয়ালখালী পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান জানান, আগুনে সাড়ে ১২ হাজার ডিম পাড়া মুরগি পুড়ে গেছে। এ সময় হাজার দুয়েক মুরগিকে বাঁচানো সম্ভব হয়েছে।   
 

ট্যাগ: