banglanewspaper

ঈদ উপলক্ষে বিদ্যমান ট্রেনগুলোতে কোচ বাড়ানো ও স্পেশাল ট্রেন চালুর পাশাপাশি রাজধানীবাসী ও চট্টগ্রামবাসী এবার পাচ্ছে নতুন ট্রেন। ইন্দোনেশিয়া থেকে আসা নতুন বগির ৮০০ সিট নিয়ে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের আদলে ঢাকা-চট্টগ্রাম রুটে আগামী ২৫ জুন চালু হতে যাচ্ছে এ ট্রেন। বৃহত্তর চট্টগ্রামের দুই সৌন্দর্যমণ্ডিত স্থানের নামে এ দুটির নামকরণ হচ্ছে। একটি বেলাভূমি অন্যটি নীলগিরি।

 
ঢাকা থেকে সকাল ৭ টায় ছেড়ে আসা এই ট্রেন চট্টগ্রাম থেকে দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নতুন এ ট্রেনের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটে থাকবে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, চট্টলা, মহানগর গোধূলী ও তুর্না নিশীথা ট্রেন। এর পাশাপাশি রয়েছে ঢাকা মেইল ও কর্ণফুলী এক্সপ্রেস।
 
রেলওয়ে সূত্রে জানা যায়, নতুন ট্রেনের জন্য ইতিমধ্যে ১৫টি কোচ ট্রায়াল শেষ করে চালুর জন্য প্রস্তুত রয়েছে। কোচগুলো জোড়া লাগানোর পর শিগগিরই এসব কোচ ঢাকায় পাঠিয়ে দেয়া হবে। ঢাকা থেকে আগামী ২৫ জুন সকাল সাতটায় রেলমন্ত্রী মুজিবুল হক এই ট্রেন উদ্বোধন করতে পারেন।
 

ট্যাগ: