banglanewspaper

আজকে ২১ জুন  উত্তর গোলার্ধে এ বছরের সবচেয়ে বড় দিন। আজকের এই দিনে সূর্য আকাশে থাকবে মোট ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ৮ সেকেন্ড। আর আজ বাংলাদেশের মানুষ সবচেয়ে বড় রোজা পালন করতে যাচ্ছে। আজ সেহেরীর শেষ সময় ছিল ভোর ৩. ৩৯ মিনিট আর ইফতার সন্ধ্যা ৬.৫২ মিনিটে, মোট রোজা থাকার সময়কাল হল ১৫ ঘন্টা ১৩ মিনিট। প্রতি ৩৩ বছর পর এই দিনে রমজানের রোজা পালিত হয়। 

পৃথিবীর ঠিক উপর দিয়ে কর্কট আর মকর নামে দু দুটো ক্রান্তি রেখা চলে গেছে। আর ওদের মধ্যে দিন কতটা বড় হবে সেটা ঠিক করে দেয় কর্কটক্রান্তি রেখা। ওটাকে উত্তরের রেখাও বলা যায়। আজকে সকাল আর সন্ধের সূর্যটা সবচাইতে বেশি হেলে থাকবে উত্তর দিকটাতেই। আর ঠিক দুপুরবেলা আর এই সময় সূর্য থাকবে কর্কটক্রান্তি রেখার একেবারে মাঝ বরাবর। ওই সময় সূর্যের নিচে গিয়ে দাঁড়ালে কারও কোনো ছায়াই পড়বে না।

অনেকগুলো নাম দিয়েছে পৃথিবীর মানুষেরা এই দিনের। কেউ একে বলে কর্কটক্রান্তি দিবস, কেউবা বলে অয়ন দিবস। ইংরেজিতে একে পালন করা হয় সামার সলিস্টিক ডে হিসেবে। আজ রাতের আকাশে দেখা যাবে লাল স্ট্রবেরি চাঁদ। তবে আজকের রাত সবচেয়ে ছোট রাত কিন্তু।

ট্যাগ: