banglanewspaper

ঢাকাঃ কমলাপুর রেলস্টেশনে টিকিটের জন্য দ্বিতীয় দিনেও মানুষের ঢল নেমেছে। টিকিটপ্রত্যাশীদের ভিড় সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রচুর হিমশিম খেতে হচ্ছে। আজ বৃহস্পতিবার দেওয়া হচ্ছে ২ জুলাইয়ের অগ্রিম টিকিট।

মানিক নামে একজন বলছিলেন, ‘তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে। ২ জুলাই গ্রামের বাড়ি যাওয়ার জন্য সবকিছু প্রস্তুত। বাকি ছিল শুধু টিকিট। আর তা হয়ে গেছে। দোয়া করবেন ভালোভাবে যেন ঈদ করতে পারি।’ 

অবশ্য লাইনে দাঁড়ানো অনেকেই অভিযোগ করেন, টিকিট কাউন্টারে কাজ হচ্ছে ধীরগতিতে। স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘কম্পিউটারে টিকিট কাটতে একটু সময় যায়। কিন্তু এতে নিরাপত্তা থাকে। এ ছাড়া লোকবলের স্বল্পতাও রয়েছে। চেষ্টা করা হচ্ছে দ্রুত সার্ভিস দেওয়ার। কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ জানান, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে টিকিটপ্রত্যাশীর সংখ্যা বেশি। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য প্রতিটি পুলিশ সদস্যকে সতর্ক রাখা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের কালোবাজারির সুযোগ নেই।

 

 

ট্যাগ: