banglanewspaper

সাতক্ষীরাঃ সাতক্ষীরা শহরতলীর লাবসা মা চম্পার দরগাহর পাশে মালামাল পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার(২৪জুন)  সন্ধ্যায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী গাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় গাড়িটির চালক, সহকারী ও সুপারভাইজারকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা ৩২ হাজার বলে জানা গেছে। এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল সদর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা ( ওসি) এমদাদ শেখ বলেছিলেন, আজ (শনিবার)এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

 

 

ট্যাগ: