banglanewspaper

ঢাকাঃ ঈদে রেলওয়ের অগ্রিম টিকিট দেওয়ার শেষদিন আজ সোমবার। শেষদিনের টিকিট প্রত্যাশীদের ভিড়ে কমলাপুর রেল স্টেশনে তিল ঠাঁই নেই। কেউ আগের দিন বিকেল থেকে, কেউ সন্ধ্যায় আবার কেউ এসেছেন মধ্যরাতে।
সকালেই লাইন স্টেশন ছাড়িয়ে রাস্তায় পৌঁছেছে।

একজন বলেন, বাবা সেহরির খাবার দিয়ে গেছেন। লাইনে দাঁড়িয়ে সেহরি খেয়েছি। এখনও লাইনের শতাধিক মানুষের পেছনে রয়েছি।
কাউন্টার ঘুরে দেখা যায়, সোমবার ঘরে ফেরত অগ্রিম টিকিট দেওয়ার শেষদিন। দেওয়া হচ্ছে ৫ জুলাইয়ের অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এর আগেই টিকিট প্রত্যাশীদের ভিড়ে কানায় কানায় ভরে গেছে কমলাপুর রেল স্টেশনের সব গুলো কাউন্টার।

ট্যাগ: