banglanewspaper

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপূরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধা পরিবারের ১০ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ ছাড়া একই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা পরিবারের ৩৬জনের মাঝে ৬৫ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়। 
জাতীয় মহিলা কল্যান সমিতির সদস্য ও সংরক্ষিত সাবেক সাংসদ শাহিন মনোয়ারা হকের প্রয়াত স্বামী শামছুর রহমানের মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা হতে এই সহায়তা দেয়া হয়। 
বিতরণ অনুষ্ঠানে শাহিন মনোয়ারা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার হারুন আল রশিদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ: