banglanewspaper

দেশের প্রথিতযশা শিল্পী হাসেম খানকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাষ্টি বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক সরকারি প্রজ্ঞাপনে জাতীয় জাদুঘরের ট্রাষ্টি বোর্ড পুনর্গঠন করা হয়। এতে শিল্পী হাসেম খানকে ট্রাষ্টি বোর্ডের সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়।

শিল্পী হাসেম খান ২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাষ্টি নির্বাচিত হয়েছিলেন। জাদুঘরের ট্রাষ্টি বোর্ডের মেয়াদ গত ৫ মে উত্তীর্ণ হয়।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের নবগঠিত ট্রাষ্টি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন-অধ্যাপক আলমগীর মো. সিরাজ উদ্দিন, প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরী, স্থপতি রবিউল হোসাইন, প্রফেসর ড. সুলতানা শফি, প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম, ড. সোনিয়া নিসাত আমিন, ড. মো. মোবারক হোসেন প্রমুখ। সদস্য সচিব হিসেবে কাজ করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

বাংলাদেশ জাতীয় জাদুঘর অধ্যাদেশ ১৯৮৩ এর ৬ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাষ্টি বোর্ড পুনর্গঠন করেছে। নবগঠিত ট্রাষ্টি বোর্ড ৪ আগস্ট ২০১৯ পর্যন্ত কার্যকর থাকবে।

ট্যাগ: