banglanewspaper

সংক্ষিপ্ত সময়ের জন্য অস্টেলিয়া ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রায়ান হ্যারিস। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে সাবেক ফাস্ট বোলার হ্যারিসকে দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রধান কোচ ড্যারেন লেহম্যান ও সহকারী কোচ ডেভিড সাকেরের সঙ্গে দলের কোচিং স্টাফ হিসেবে যোগ দেবেন হ্যারিস।


ইনজুরির কারণে ২০১৫ সালের জুলাই মাসে ক্রিকেটকে বিদায় জানানো হ্যারিস বর্তমানে অস্ট্রেলিয়ার ন্যাশনাল হাই পারফরমেন্সে দলের সহকারী কোচের দায়িত্বও পালন করছেন।


নিয়োগ পাওয়ার পর হ্যারিস বলেন, ‘ডেভিড সাকের এবং ড্যারেন লেহম্যানের কাছ থেকে শিখতে পারা দারুন এক অভিজ্ঞতা। তাদের সঙ্গে বসতে, দেখতে এবং শেখার জন্য আমি মুখিয়ে আছি।’
‘একই সঙ্গে কোন এক দিন অস্্েট্রলিয়ার স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পেতে আমি সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। খেলার মত কোচিংয়ের বিষয়েও অনেক কিছুই শিখতে হয়।’
ইনজুরিগ্রস্ত ক্যারিয়ারে হ্যারিস অস্ট্রেলিয়ার হয়ে ২৭ টেস্টে ১১৩ এবং ২১ ওয়ানডে ম্যাচে ৪৪ উইকেট শিকার করেন।

ট্যাগ: