banglanewspaper

চামড়া শিল্পে রপ্তানি আয়ে নতুন সম্ভাবনা, ছবিঃ নূর আলমগত ক’দিন ধরেই খবরটির অপেক্ষায় ছিল বাংলাদেশের ক্রিকেট। ছিল উদ্বেগ, উৎকণ্ঠা আর আশা। আফগানিস্তান সিরিজের বাংলাদেশ স্কোয়াডে একটি জায়গা পর্যন্ত ফাঁকা রাখা হয়েছিল! অবশেষে এল প্রত্যাশার সেই বার্তা। বোলিং অ্যাকশনের শুদ্ধতার সনদ পেয়েছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি।

শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ব্রিজবেনের পরীক্ষায় বৈধ প্রমাণিত হয়েছে বাংলাদেশের দুই বোলারের বোলিং অ্যাকশন।

সংবাদ যখন আসলো তখন তাসকিন ছিলেন অনুশীলনে। মাঠেই খবরটা শুনলেন। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষায় থাকতে হলো। অবশেষে সন্ধ্যার পর পাওয়া গেলো তাসকিনকে। বললেন, ‘এতদিন নিজেকে অপরাধী মনে হতো। এখন সে অপরাধবোধ কেটে গেছে। আমার কাছে এই বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা ঈদের খুশির মত।’

নিষেধাজ্ঞার এই সময়টায় বাইরের মানুষের নানা কটুকথা শুনতে হতো তাসকিনকে। মানুষজন অনেক কিছু বলতো। সবাই প্রশ্ন করতো ফিরতে পারবেন কি না। সময়টা সত্যিই কঠিন ছিল তাসকিন আহমেদের জন্য। তাসকিন নিজেই জানালেন সে সব।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘পরিবারকে এতদিন কোন জবাব দিতে পারিনি। বাইরের মানুষজন জিজ্ঞেস করতো, কবে ফিরবো। আমার হাত সোজা হবে তো! আদৌ খেলতে পারবো কি না? এ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হতো। এখন আর সে সব প্রশ্নের মুখোমুখি হতে হবে না। এ কারণে ভালো লাগছে। বাবা-মাকে একটা ভালো খবর দিতে পারলাম।’

ট্যাগ: