banglanewspaper

কুমারখালী প্রতিনিধি: দৃষ্টি প্রতিবন্ধী রাজীবের ৭ম বারের চিকিৎসার দায়িত্ব নিলেন নবাগত কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ জহির রায়হান । ফেসবুক কল্যাণে ও রুরাল সিটিজেন জার্নালিজমের বদৌলতে মানবতার বিশেষ দানে রাজীবের চোখের দৃষ্টি ফিরে পাওয়া ।

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার হতদরিদ্র পরিবারের সন্তান, দৃষ্টি প্রতিবন্ধী রাজীবের চোখের জ্যোতি ফিরে পেয়েছে। ফেসবুক কল্যাণ ও রুরাল সিটিজেন জার্নালিজমের বদৌলতে কুমারখালীর কৃতি সন্তান, কলামিস্ট নাট্যকার লিটন আব্বাস , সমাজকর্মী ও সাংবাদিক দিপু মালিকের নিরলস প্রচেষ্টায় বৃত্তবান ও প্রতিষ্ঠান মানবের দ্বারের অর্থের বিনিময়ে ভেলর সি এম সি চক্ষু হাসপাতালে ৬ বার অপারেশন সফল দৃষ্টি ফিরে পেয়েছে দৃষ্টি প্রতিবন্ধী রাজীব।

এদিকে দুই মাস পর ভেলর যেতে হবে এই চিন্তায় যখন রাজীব দিশে হারা , তখন ৭ম বারের চিকিৎসার দায়িত্ব নিলেন নবাগত কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ জহির রায়হান । এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাননীয় জেলা প্রশাসকের কার্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী রাজীবের সাথে সাক্ষাতে ৭ম বারের চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করেন ।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মুজিব-উল- ফেরদৌস অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ।

অপর দিকে রাজীব জানায়, ৩ বছর আগে আমি অন্ধ হয়ে গেলে , ভাবতেই পারি নাই ৬ বার ভারতের ভেলর চিকিৎসার পর ৭ম বারে মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমার চিকিৎসার দায়িত্ব নিলেন । জেলা প্রশাসক স্যারকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি ।

ট্যাগ: