banglanewspaper

ঢাবি প্রতিনিধিঃ হিন্দু ধর্মাবলীদের দূর্গাপূজা, মুসলীমদের মহররম এবং শরতকালীন ছুটি উপলক্ষে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে ১২ দিনের ছুটি শুরু হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

আগামী ৯ অক্টোবর রবিবার থেকে ২০ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে তিন দিন যথাক্রমে ১১ অক্টোবর, ১২ অক্টোবর ও ১৫ অক্টোবর।


এদিকে ৬ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষে অনানুষ্ঠানিক ভাবে ছুটি শুরু হয়েছে। ৭ অক্টোবর শুক্রবার ও ৮ অক্টোবর শনিবার হওয়ায় নির্ধারিত সময়ের পূর্বেই  ছুটি পেয়েছে শিক্ষার্থীরা। নির্ধারিত ১২ দিনের ছুটি হলেও শুক্রবার ও শনিবার হিসেব করলে এই ছুটি ১২ দিন থেকে বেড়ে ১৬ দিনে দাঁড়ায়। ২১ অক্টোবর ও ২২ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় এই অতিরিক্ত ছুটি পাবে শিক্ষার্থীরা। 

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা বন্ধ থাকলেও ২০১৬-১৭ শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম যথারীতি পূর্বঘোষিত সময় অনুযায়ী চলবে বলে জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়।

ট্যাগ: