banglanewspaper

৩২ জিবি সংস্করণটি ১২৮ জিবি বা ২৫৬ জিবি সংস্করণের তুলনায় অনেকটা ধীরগতির। এ ছাড়া কিছু কিছু ফোনের চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কও খুবই দূর্বল। এসব তথ্য উঠেছে সম্প্রতি এক গবেষণায়।

গবেষণায় ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্মার্টফোনের তথ্যের সাইট জিএসএমঅ্যারেনার গবেষণায় দেখা গেছে যে আইফোন ৭- ৩২ জিবি এর স্টোরেজ গতি তুলনামূলক ব্যয়বহুল ১২৮ জিবি সংস্করণের থেকে উল্লেখ্যযোগ্যভাবে মন্থর। আইফোন ৭ এর ৩২ জিবি সংস্করণের ডেটা রিডিং গতি ১২৮ জিবি সংস্করণ থেকে ২০০ এমবিপিএস কম।

আইফোন ৭ প্লাস-এর বিভিন্ন সংস্করণের পরীক্ষা-নিরীক্ষায় তাদের সেলুলার পারফরমেন্সেও নানা অসঙ্গতি প্রকাশ পেয়েছে। 

তাদের মতে আইফোন ৭ প্লাস স্মার্টফোন যেগুলো যুক্তরাষ্ট্রে পাওয়া যায় সেসব ফোন গুলো থেকে যুক্তরাজ্য ও ইউরোপে পাওয়া আইফোন ৭ প্লাস স্মার্টফোন গুলোর তুলনায় লক্ষনীয়ভাবে দূর্বল প্রকৃতির।

ট্যাগ: