banglanewspaper

জেলা প্রতিনিধি: সাতক্ষীরার ৭ উপজেলার ৮ থানায় শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে মোট ৩৪ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশে। খবর বাসস

জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা পুলিশ ১১ জন, কলারোয়া থানা পুলিশ ৪ জন, তালা থানা পুলিশ ১০ জন, কালিগঞ্জ থানা ২ জন, শ্যামনগর থানা পুলিশ ২ জন, আশাশুনি থানা পুলিশ ৩ জন, দেবহাটা থানা পুলিশ ১ জন ও পাটকেলঘাটা থানা পুলিশ ১ আসামীকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ট্যাগ: