banglanewspaper

যশোর: যশোরের শিল্প শহর নওয়াপাড়ার একটি পুকুরে প্রায় ২শ' বছর আগের একটি পিলার পাওয়া গেছে। পিলারটি দেখতে বুলেট আকৃতি। এর কাছে লোহা জাতীয় জিনিসপত্র ধরলে চুম্বকের মতো আকর্ষণ করছে।

বৃহস্পতিবার সকালে নওয়াপাড়ার বুইকরা গ্রামের মাহবুব হোসেনের পুকুরে মাছ ধরতে জাল ফেললে পিলারটি আটকা পড়ে। পরে অভয়নগর থানা পুলিশ এসে পিলারটি নিয়ে যায়।

অভয়নগর থানা সূত্রে জানা যায়, পিলারটির গায়ে লেখা রয়েছে ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া ১৮১৮। এর উচ্চতা ২৬ ইঞ্চি, চওড়া ৬ ইঞ্চি এবং ব্যাসার্ধ ২১ ইঞ্চি। এটিকে পুকুর থেকে পিলারটি উদ্ধারের পর তাতে চুম্বকত্বের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য হাজারো মানুষ ভিড় করেন। পিলারটি নেয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছে ভিড় সামলাতে পুলিশকে রীতিমত হিশশিম খেতে হয়।

কথিত আছে, ম্যাগনেট নামে পরিচিত এ ধরনের পিলার খুবই মূল্যবান। অনেকের মতে, পিলারটির মূল্য কোটি টাকারও বেশি।

ট্যাগ: