banglanewspaper

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য ড. আবদুল মান্নান চৌধুরী বলেছেন, বর্তমান যুগের একটি আকর্ষণীয় সাবজেক্ট হচ্ছে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। দেশে-বিদেশে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর যথেষ্ট ডিমান্ড রয়েছে। তোমরা এ সাবজেক্ট থেকে ভাল ফলাফল করে বের হলে তোমাদের চাকুরির পিছনে ঘুরতে হবে না, চাকুরি তোমাদের পিছনে ঘুরবে।

এ বিষয়ে পড়াশুনায় পাস করে বের হওয়া আমাদের ছাত্র-ছাত্রীরা দেশে-বিদেশে যথেষ্ট অবদান রাখছে। যা বাংলাদেশের অর্থনৈতিক যথেষ্ট ভূমিকা রাখছে।

সোমবার কুমিল্লা টাউন হল মিলনায়তন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং : প্রকৌশল শিক্ষার নব দিগন্ত শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সেমিনারে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইন্দুভূষণ ভৌমিক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আছাদুজ্জামান।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপদেষ্টা ড. মুশফিক এম চৌধুরী, মূল প্রবন্ধ আলোচনা করেন অত্র বিশ্ব বিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান উপদেষ্টা ড. এম শফিকুল ইসলাম।

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যক্ষ আলী হোসাইন চৌধুরী, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ প্রমুখ।

ট্যাগ: