banglanewspaper

দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার চলমান যৌথ নৌ মহড়ায় অংশ নেবে ওসামা বিন লাদেন হত্যায় জড়িত মার্কিন কমান্ডো দল ‘সিল’ ৬। অবশ্য এ বাহিনী কখন দক্ষিণ কোরিয়ায় পৌঁছাবে তা গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে সিউলের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মার্কিন নৌবাহিনীর ডেভগুরু নামে পরিচিত স্পেশাল ওয়ারফেয়ার ডেভেলপমেন্ট গ্রুপ বা সিল টিম ৬ ২০১১ সালের মে মাসে পাকিস্তানে অভিযান চালিয়ে আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল।

এই প্রথমবারের মতো এটি দক্ষিণ  কোরিয়া এবং আমেরিকার যৌথ মহড়ায় অংশ নেবে। আগামী মাসের শেষ পর্যন্ত এ মহড়া চলবে বলে জানানো হয়েছে।

অবশ্য মহড়ায় অংশ নেয়ার জন্য সিল টিম ৬ কখন দক্ষিণ কোরিয়া পৌঁছাবে তা গোপন রাখা হয়েছে। মহড়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উৎখাতের অনুশীলন চালানো হবে বলেও উল্লেখ করা হয়েছে। -পার্সটুডে।

ট্যাগ: