banglanewspaper

পাঁচ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৯ সালে সর্বশেষ সিরিজে টেস্ট ও ওয়ানডে সিরিজ  জিতে নেয় বাংলাদেশ। হেরে যায় টি-টোয়েন্টি। কিন্তু এবার সবগুলো সিরিজ জয়ের আশায় ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছেন মুশফিকরা।

২০ আগস্ট প্রথম ওয়ানডে ম্যাচটি হবে গ্রানাডায়।  এর আগে রোববার স্থানীয় একটি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। গ্রানাডার প্রোগ্রেস পার্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ১৭ ও ১৮ আগস্ট অনুশীলন করবে সফরকারীরা।

গত বুধবার রাত সাড়ে নয়টায় মুশফিকুর রহিমের দল ঢাকা ছাড়ে। ৩৬ ঘন্টা ভ্রমণ শেষে বৃহস্পতিবার গভীর রাতে ক্যারিবিয়ানে পৌঁছে মুশফিক বাহিনী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে, একটি টি-২০ ম্যাচ ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

২০ আগস্ট প্রথম ওয়ানডের পর ২২ আগস্ট দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হবে সেন্ট কিটসে ২৫ আগস্ট। একই মাঠে ২৭ আগস্ট একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে। সেন্ট ভিনসেন্টে ৫ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। ১৩ সেপ্টেম্বর দ্বিতীয়টি হবে সেন্ট লুসিয়ায়।

ট্যাগ: