banglanewspaper

ফেসবুকে প্রেমের সূত্র ধরে সুদূর ব্রাজিল থেকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামে প্রেমিকের বাড়িতে এসেছেন জেইসা ওলিভেরিয়া সিলভা নামে ২৯ বছর বয়সী এক তরুণী। তার প্রেমিকের নাম সঞ্জয় ঘোষ (২৮)। সে জামালপুর গ্রামের বলাই ঘোষের ছেলে।

বিষয়টি নিয়ে পুরো বালিয়াকান্দি উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেইসা ওলিভেরিয়া সিলভা নামের ওই তরুণী বর্তমানে প্রেমিক সঞ্জয় ঘোষের বাড়িতে অবস্থান করছেন।

সঞ্জয় ঘোষ জানান,  পেশায় তিনি শ্যামলী পরিবহনের ঢাকা-কোলকাতা সার্ভিসের কর্মী। ১৮ মাস আগে ফেসবুকে জেইসা ওলিভেরিয়া সিলভা নামের ওই তরুণীর সাথে পরিচয় ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন যাবৎ সে বাংলাদেশে আসতে চাইছিল। তার সাথে যোগাযোগ করেই সিলভা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়।

জেইসা আপনাকে বিয়ে করবেন কি না- এমন প্রশ্নে সঞ্জয় বলেন, 'সে এসেছে, আমাকে ও আমার পরিবারকে কাছ থেকে দেখল। এখন সে তার পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিবে। তাকে বিয়ে করলে আমার পরিবারের পক্ষ থেকে কোনো বাধা নেই।'

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্রাজিল থেকে তরুণী আসার সংবাদে মঙ্গলবার সকাল থেকে ওই বাড়িতে ভীড় জমিয়েছে মানুষ। সবার মধ্যে এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেইসা ওলিভেরিয়া সিলভা বলেন, 'সঞ্জয়ের সঙ্গে ফেসবুকে সম্পর্কের সূত্র ধরে আমি বাংলাদেশে এসেছি। বাংলাদেশ আমার খুব ভালো লেগেছে। এ দেশের মানুষ খুব সৎ।'

তিনি বলেন, 'যদি সঞ্জয় আমাকে জীবনসঙ্গী করতে চায় তাহলে ব্রাজিলে গিয়ে পরিবারের সম্মতি নিয়ে আবার এখানে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হব।'

ট্যাগ: