banglanewspaper

ডেস্ক রিপোর্ট: আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) বলেন,এ উপলক্ষে বঙ্গভবনে বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের জরুরি সভায় ডাকা হয়েছে।

তিনি আরও জানান বঙ্গভবনের সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা পরিষদের প্রধান নির্বাহী জর্জেচ মিয়া, জেলার সকল নির্বাহী প্রকৌশলী, কৃষি সম্প্রসারণ বিভাগের ডিডি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা পশু সম্পদ কর্মকর্তাকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

ট্যাগ: