banglanewspaper

আন্তর্জাতিক ডেস্ক : আজান নিয়ে কটুক্তি করে চরম বিতর্কের মুখে পড়েছেন সঙ্গীতশিল্পী সোনু নিগম। মুসলিম না হওয়া সত্ত্বেও কেন আজানের আওয়াজে ঘুম ভাঙবে, এই প্রশ্ন তুলে রীতিমত বিতর্কের ঝড় তুলেছেন সোনু।

এদিন সকালে প্রথম টুইটে সোনু লেখেন, তাঁকে প্রত্যেকদিন আজানের শব্দ শুনে ঘুম থেকে উঠতে হয়। একজন মুসলিম না হয়েও কেন এমন পরিস্থিতির জন্য বাধ্য হচ্ছেন তিনি। এই ঘটনাকে জোর করে চাপিয়ে দেওয়া ধর্ম বলেও মন্তব্য করেন সোনু নিগম। এখানেই শেষ করেননি। আরও একখানা টুইট করে ব্যাখ্যা দিয়ে বলেন, হজরত মুহাম্মদ (স:)-এর সময় তো ইলেকট্রিসিটি ছিল না। তাহলে কেন সকাল সকাল এমন কর্কশ আওয়াজ শুনতে হবে।

এরপরই একেরপর এক রিপ্লাই আসতে শুরু করে। সোনু নিগমকে কটাক্ষ করে ঝড় বয়ে যায় টুইটারে। সঙ্গে সঙ্গে অবশ্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টাও করেছেন সোনু। তিনি তড়িঘড়ি টুইট করে বলেন, মন্দির বা গুরুদোয়ারার ক্ষেত্রেও তাঁর একই রকম মত। কেন ইলেকট্রিসিটি খরচ করে অন্য ধর্মের মানুষকে বিরক্ত করা হবে। যদিও তাতে পরিস্থিতি খুব একটা আয়ত্তে আসেনি। বিতর্ক চলছে এখনও।

 

ট্যাগ: