banglanewspaper

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। উপজেলার বিশখালী নদীর বাইনচটকি এলাকার টুলুরচরে (মাঝেরচর) শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বেশ কয়েকজন কে উদ্ধার সম্ভব হলেও নিখোঁজ রয়েছে শাকিবুল ইসলাম টুটুল (৩৬) এক পর্যটক।

উপজেলার কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু জানান, ঢাকার বাড্ডা এলাকার ঠিকাদার শাকিবুল ইসলাম টুটুল স্ত্রী ও দুই মেয়ে নিয়ে বাইনচটকি গ্রামে ভগ্নিপতি গোলাম সরোয়ারের বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার সকালে পর্যটন স্পট বাইনচটকির টুলুরচরে পরিবার নিয়ে নৌকাযোগে বেড়াতে যাচ্ছিলেন।

তিনি জানান, বেলা ১১টার দিকে কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে শাকিবুল ইসলাম, স্ত্রী ও দুই মেয়ে নিখোঁজ হন। স্থানীয়রা তার স্ত্রী ও দুই মেয়েকে উদ্ধার করে। কিন্তু শাকিবুলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। ডুবুরি, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

ট্যাগ: