banglanewspaper

উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ কারণে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া এ কারণে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রভাব রয়েছে। বৃষ্টির এই প্রভাব সোমবার পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 
  
শনিবার আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনি বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং নদী বন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

ট্যাগ: