
এবিএম আতিকুর রহমান বাশার : ‘আপনারা শিক্ষার কারিগরই নন, বিশ্ব গড়ারও কারিগর। আপনাদের শিক্ষাদানে আলোকিত ক্ষিার্থীরাই বিশ্ব গড়ার কাজে নিয়োজিত।’
শনিবার সকালে দেবীদ্বার এ,বি,এম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন’ বিষয়ক মত বিনিময় সভা ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা-৪ (দেবীদ্বার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল শিক্ষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে এবং শিক্ষক নেতা আশিকুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাহমিনা পারভীন আখীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ. লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এ,এফ,এম ফখরুল ইসলাম মুন্সী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, আ. লীগ উপজেলা সভাপতি মোঃ জয়নুল আবেদীন।
আলোচনায় অংশ নেন উপজেলা আ. লীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঞা, জেলা পরিষদ সদস্য মোঃ শাহজাহান সরকার, শিরিন সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার খগেন্দ্র সরকার, যুবলীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি মোঃ বাহাউদ্দিন বাহার, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, সাবেক সাধারন সম্পাদক হালিমা বেগম, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধূরী, সেচ্ছা সেবক লীগ নেতা শাহাদাত হোসেন মিঠু, প্রভাষক সাইফুল ইসলাম শামিম প্রমুখ।
পরে বিদায়ী শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও নবাগত শিক্ষকদের সংবর্ধনা এবং কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয়কে পুরস্কার প্রদান করা হয়।
এদিকে ২০১৬ সালে পি,এস,সি পরীক্ষায় দেবীদ্বার উপজেলার ১৮৫ টি সরকারী প্রথমিক বিদ্যালয়ে ১০ হাজার ৭০৭ জন শিক্ষার্থীর মধ্যে ৮২০জন গোল্ডেন জিপিএ-৫ সহ ৯৫৫৭ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে ২৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। তন্মধ্যে ৩৬নং দেবীদ্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন গোল্ডেন জিপিএ-৫ সহ ১৮৩ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহেলা মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত বিদ্যালয়ে ৬৮২ জন শিক্ষার্থীর অনুকূলে আমরা ১৭ জন শিক্ষক নিয়োজিত রয়েছি। শিক্ষার্থীদের মেধা বিকাশে রিলস শ্রমের ফল হিসেবেই উপজেলায় সর্বোচ্চ তালিকায় স্থান করে নিতে পেরেছি।
সারাবাংলা
আবারও বুড়িগঙ্গা-তুরাগে উচ্ছেদ অভিযান শুরু

বুড়িগঙ্গা ও তুরাগ নদের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ মঙ্গলবার থেকে আবারও অভিযানে নামছে বিআইডব্লিউটিএ। এটি হবে চলমান অভিযানের দ্বিতীয় পর্ব।
আগামী ২৮ মার্চ পর্যন্ত চারটি পর্যায়ে মোট ১২ দিন এ অভিযান চলবে। তবে রাজধানীর পশ্চিম হাজারীবাগে হাইক্কার খালের কাছে বুড়িগঙ্গা ও তুরাগের সংযোগস্থলে বছিলা এলাকায় অবৈধভাবে নির্মিত আলোচিত ১০ তলা ভবনটি এবারের অভিযানের উচ্ছেদ তালিকার শীর্ষে থাকলেও এ নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।
অভিযানের প্রথম দিন আজই ভবনটি ভাঙার কথা ছিল। তবে রাজউকের সাড়া না মেলায় এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, মালিকপক্ষের দাবি, ভবনটি নদীর সীমানার মধ্যে পড়েনি। বিআইডব্লিউটিএর প্রকৌশলীরাও একই মত দিয়েছেন। তবে ভবনটি রাজউকের অনুমোদন ছাড়া নির্মিত হওয়ায় এটি ভাঙার দায়িত্ব ওই সংস্থার ওপরই বর্তায়। এ কারণেই নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ থেকে ভবনটি ভেঙে ফেলার বিষয়ে রাজউকের সহযোগিতা চাওয়া হয়েছিল।
জানা গেছে, প্রথম পর্যায়ে আজ মঙ্গলবার শুরু হয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চালানো হবে। আজ সকাল ৯টায় বছিলার নিকটবর্তী বুড়িগঙ্গার তীরে হাইক্কার খাল ও তুরাগের তীরে চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে অভিযান শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে ১২ থেকে ১৪ মার্চ, তৃতীয় পর্যায়ে ১৯ থেকে ২১ মার্চ এবং চতুর্থ পর্যায়ে ২৫, ২৭ ও ২৮ মার্চ বুড়িগঙ্গা ও তুরাগ তীরের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অপসারণ করা হবে। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম পর্বের তালিকা ধরেই এ অভিযান চালানো হবে।
এর আগে ২৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বের উচ্ছেদ অভিযান চলেছে। চার পর্যায়ে মোট ১২ দিন বুড়িগঙ্গা ও তুরাগের অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান চালানো হয়।
সারাবাংলা
অনৈতিক কাজে জড়িত থাকায় ৪ জনকে আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে অনৈতিক কাজে জড়িত থাকায় ৪ জনকে আটক করেছে। ধামইরহাট থানার এস.আই পিযুষ কান্তি জানান, উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর কোশামারী গ্রামের তাইবুল ইসলামের দুই মেয়ে তার নিজ বাড়ীতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে গ্রামবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থলে রওনা দেন।
এমন সময় গত ১৮ জুন দিবাগত রাতে গ্রামবাসীরা তাইবুলের বাড়ীতে অনৈতিক কর্মকান্ডে তার দুই মেয়েসহ উপজেলার ফার্শিপাড়া গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে শিহাব (২২) ও ছাইফুল ইসলামের ছেলে স্বাধীন (২০) হাতে নাতে আটক করে। পরে ১৯ জুন দুপুর ২ টায় তাদের দন্ডবিধি ২৯০ ধারা মোতাবেক আদালতে প্রেরণ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, তাইবুলের ওই মেয়েদ্বয় ইতিপূর্বে এমন অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় জেল হাজত বাস করে।
সারাবাংলা
‘পানিবন্দি মানুষের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যা দুর্গত মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেটের যে সব জায়গায় পানিবন্দি মানুষ কষ্টে আছে তাদের জানমাল রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। যত দিন পর্যন্ত বন্যার্তদের দুঃখ-দুর্দশা ও কষ্ট লাঘব হবে না, তত দিন পর্যন্ত এ ত্রাণ দেওয়া অব্যাহত থাকবে। আমাদের ত্রাণের কোনো অভাব নাই। এলাকার মানুষের যে চাহিদা তার চেয়ে বেশি ত্রাণ দিতে সক্ষম হব।
আজ সোমবার দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসে প্রশাসনসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
পরে ত্রাণমন্ত্রী বন্যা দুর্গত এলাকা শহরের বড়হাট ও রাজনগর উপজেলার কদমহাটা এলাকা পরির্দশন করেন এবং দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
ভারতের উত্তর ত্রিপুরায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ ও রাজনগর উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে মনু নদীর বারইকোনাতে প্রতিরক্ষা বাঁধের ভাঙন দিয়ে বন্যার পানি প্রবেশ করায় পৌর এলাকা এবং সদর উপজেলার মোস্তফাপুর ও কনকপুর ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। শহরের বড়হাট এলাকায় আটকেপড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনীসহ স্থানীয় জনগণ কাজ চালিয়ে যাচ্ছে।
সারাবাংলা
মাগুরায় সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ে সহ একই দিনে ৪ জন নিহত হয়েছে

শরীফ আনোয়ারুল হাসান রবীন, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার আজ সোমবার সড়ক দূর্টনায় বাবামেয়েসহ ৪জন নিহত হয়েছে। নিহতরা হলেন শালিখার হারিশপুর গ্রামের বাবা মমতাজ হোসেন, তার শিশু কণ্যা সুমাইয়া, শ্রীপুরের গোয়ালদাহ গ্রামের শিশির বিশ্বাস ও সদরের বেলনগর গ্রামের সোহরাব হোসেন।
পুলিশ জানায়- আজ সোমবার দুপুরে স্ত্রী ও মেয়েকে নিয়ে আড়পাড়া বাজার থেকে ভ্যানযোগে শতখালির দিকে যাচ্ছিলেন মমতাজ। এ সময় একটি ইজিবাইকের সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপর তাদের ভ্যানটি উল্টে যায়।
এ সময় সোহাগ পরিবহনের একটি বাস উল্টোদিক থেকে এসে তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের ৪ জনকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে সেখানে বাবা ও মেয়ে মারা যান। আহতদের চিকিৎসা চলছে।
অন্যদিকে সকালে শ্রীপুরের গোয়ালদাহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশির অধিকারী ও গত রাতে মোত্রসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী বেলনগর এলাকারসোহরাব হোসেন নামে এক পথচারি নিহত হয়েছেন।
সারাবাংলা
ঈদে নানাবাড়ি বেড়াতে এসে লাশ হলো শিশু

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধিঃ ঈদে নানাবাড়ি বেড়াতে এসে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে মধুমতি নদীতে পড়ে নাহিদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুন) বেলা ১১টায় নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নাহিদ পাশের জয়পুর গ্রামের জাহিদ শেখের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, লোহাগড়ার রামকান্তপুর গ্রামে মা কাজলী বেগমের সঙ্গে নানাবাড়িতে ঈদ করতে আসে নাহিদ। ঈদের পরেরদিন রোববার বিকেলে কাজলী বেগম সহ কয়েকজন বাবার বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে যান।
এ সময় কাজলী তার ছেলে নাহিদকে নদীর পাড়ে বসিয়ে রেখে গোসল করতে নামেন। এক পর্যায়ে নাহিদ নদীতে নেমে পড়লে ¯্রােতে টানে ডুবে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি।
লোহাগড়া ফায়ার সার্ভিস এবং খুলনার ডুবরি দলের সদস্যরাও নাহিদকে উদ্ধারে ব্যর্থ হন। এদিকে সোমবার সকালে মধুমতি নদীতে নাহিদের মৃতদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তা উদ্ধার করেন।