banglanewspaper

খোকসা প্রতিনিধি: কুৃষ্টিয়ার খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদে ২০১৭-১৮ অর্থবছরের সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে ঘোষিত বাজেট ৬৫,২৫,৪৯১ (পয়ষট্টি লক্ষ পঁচিশ হাজার চারশত একানব্বই টাকা)।

ইউনিয়ন পরিষদের সচিব রানা জানান, এবার কয়েকটি বিষয় উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে। যেমন- ভৌত অবকাঠামো, আর্থ-সামাজিক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র হ্রাসকরণ, দূযোর্গ ব্যবস্থা ও ত্রাণ, কৃষি ও সেচ ছাড়াও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

 এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

ট্যাগ: