banglanewspaper

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ব্যক্তিদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করেছেন সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। জেলা প্রশাসকের সহায়তায় দুঃস্থদের মাঝে এসব বিতরণ করা হয়।

শনিবার সকালে নগর ভবন চত্বরে সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল নগরীর বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ ১৬টি পরিবার ও একটি মসজিদের মাঝে মোট এক লাখ ৮ হাজার ৫০০ টাকা এবং সাড়ে ২৯ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন। এছাড়া কালবৈশাখীতে মৃত ব্যক্তির পরিবারকে আরও ৩০ হাজার টাকা অনুদান দেন মেয়র।

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, মেয়রের একান্ত সচিব ওয়ালিদ হাসান মাহমুদ, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা ও ভান্ডার কর্মকর্তা আহসান হাবিব উপস্থিত ছিলেন

ট্যাগ: