banglanewspaper

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বৈদ্যার বাজারে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে সদর উপজেলার বৈদ্যার বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম এমরান মিয়া।

জানা যায়, পুলিশ কনষ্টেবল এমরান মিয়া হবিগঞ্জ থেকে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ী সিলেটের জকিগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার বৈদ্যার এলাকার ঈদগাঁহ কাছে পৌঁছালে রাবিশ নিয়ে মিরপুর থেকে আসা ট্রাক্টরটি মোটরসাইকেল আরোহীকে চাপ দিয়ে রাস্তার নিচে পড়ে যায়। তাৎক্ষনিক মোটরসাইকেলে আগুন ধরে যায়।

স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ: