banglanewspaper

হবিগঞ্জ প্রতিনিধি: বহু প্রতিক্ষার পর অবশেষে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় শহরে একবিশাল মোটর সাইকেল শো-ডাউন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ-কে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় নেতাকর্মীরা।

জানা যায়, গতকাল সোমবার পুর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর ঢাকা ফেরত হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হবিগঞ্জে আসার পুর্ব মুহুর্তে শহরের ধুলিয়াখাল বিসিক শিল্প নগরী এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় ৫শতাধিক মোটর সাইকেল নিয়ে তাদেরকে উষ্ঞ অভ্যার্থনা জানায়। পরে তাদেরকে সাথে নিয়ে শহরে বিশাল শোডাউন করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদককে মিষ্টি মুখ করান নেতাকর্মীরা। এসময় হবিগঞ্জ জেলা ছাত্রলীগ, হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজ ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: