banglanewspaper

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে মেছোবাঘের কবল থেকে শিশু সন্তানকে বাঁচালেন মা। বাঘের কামড়ে ক্ষতবিক্ষত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানিয়াচং উপজেলার বড়সড়ক গ্রামের আজিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত শনিবার রাতে আজিজুর রহমানের স্ত্রী লাইলী আক্তার তার ৭ মাসের শিশু কন্যাকে নিয়ে অন্যান্য দিনের মতো ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে কোন এক সময় শিশুটিকে মায়ের পাশ থেকে নিয়ে যায় একটি মেছোবাঘ। কিছুই টের পাননি লাইলীসহ তার পরিবারের লোকজন।

পরে বাঘের কামড়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে কান্নার শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠেন মা লাইলীসহ স্বজনরা। তারা ঘরের বাইরে গিয়ে দেখতে পান তাদের আদরের সন্তানকে মেছোবাঘ নিয়ে যাচ্ছে। এসময় পরিবারের লোকজন বাঘটিকে ধাওয়া করলে শিশুটিকে ফেলে বাঘ পালিয়ে যায়।

এদিকে, বাঘের নখের আঁচড়ে আহত নবজাতক শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগ: