banglanewspaper

এস এইচ টিটু ,হবিগঞ্জ: হবিগঞ্জ শহর ঘেষে বহমান খোয়াই নদীর পানি ২১০ সেন্টিমিটার বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২ দিন যাবত অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ভরতের পাহাড়ী ঢলে নদীতে ফের বন্যা দেখা দিয়েছে।

এভাবে পানি বাড়তে থাকলে আবারও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচানোর আশংকা করছে খোয়াই তীরবর্তি বাসিন্দারা ও স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা থেকে খোয়াই নদীতে পানি বৃদ্ধি শুরু হয়। রাত থেকে পানি বাড়তে থাকায় শহর ও দু’তীরের বাসিন্দার মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নদীর উজানে ভারত অংশ থেকে নেমে আসা ঢলে খোয়াই নদীর পানি বাড়তে শুরু করেছে। বাংলাদেশ অংশে জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে মারাত্মকভাবে পানি বাড়ছে। শনিবার দুপুর ১২টায় শহরতলীর মাছুলিয় পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ট্যাগ: